শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তানোরে মাটি কাটায় ভেকু বিকল ও জরিমানা জনমনে স্বত্তি রাজশাহী-১ আসনে সুলতানুল ইসলাম তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা তরুনদের রক্তের বিনিময়ে সরকার ক্ষমতায় কিন্তুু তারা সঠিক দ্বায়িত্ব পালন করছে না জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের সাক্ষাৎ নিয়ামতপুরে সাংবাদিকদের সাথে নওগাঁ ১ আসনে বিএনপি প্রার্থীর মতবিনিময়     রাজশাহীতে এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড জাতীয় নির্বাচন উপলক্ষে যৌথবাহিনীর অভিযান শক্ত অবস্থানে মাঠে রাজশাহীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা খালেদা জিয়ার মৃত্যু তিনদিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার ছুটি ঘোষণা রাজশাহী ১ আসনে জামায়াতের মনোনয়ন পত্র দাখিল করলেন মুজিবুর রহমান

রাজশাহী-৪ আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর মনোনয়ন ফরম উত্তোলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, বাগমারা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়ন কার্যক্রমে গতি এসেছে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আব্দুল বারী বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

বুধবার বিকেলে বাগমারা উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে তিনি একজন জনসম্পৃক্ত ও মানবিক প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন।

এর আগে বাগমারায় ধারাবাহিক জনসংযোগ, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন। স্থানীয় বিভিন্ন সংকটে তাঁর ভূমিকা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে রাজশাহী-৪ (বাগমারা) আসনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন শুরু করায় উপজেলার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে।

এদিকে বাগমারায় বিএনপি ৬ জন এনসিপির ১ জন এবং জামায়াতে ইসলামীর ১ জন সহ মোট ৮জন প্রার্থী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন করেন।

 

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১২ অপরাহ্ণ
  • ১৫:৫৬ অপরাহ্ণ
  • ১৭:৩৬ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102