
প্রধান প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ভারতের উচ্চ শুল্ক নীতির কঠোর সমালোচনা করেছেন।
তিনি বলেন, ভারত, চীন এবং ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে আমেরিকান পণ্যের ওপর অস্বাভাবিকভাবে শুল্ক আরোপ করছে, যা যুক্তরাষ্ট্রের ব্যবসার জন্য ক্ষতিকর। ট্রাম্প বলেন, “অন্যান্য দেশ বহু বছর ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক ব্যবহার করেছে, এখন সময় এসেছে তাদের বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়ার।” বিশেষ করে ভারতের শুল্ক হার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ভারত আমাদের গাড়ির ওপর ১০০% শুল্ক নেয়। এই ব্যবস্থা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য ন্যায্য ছিল না।”ট্রাম্প ঘোষণা করেন, ২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রও পারস্পরিক শুল্ক আরোপ করবে। এর ফলে, যেসব দেশ আমেরিকান পণ্যের ওপর বেশি শুল্ক আরোপ করবে, যুক্তরাষ্ট্রও তাদের পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক বসাবে। তিনি বলেন, “তারা আমাদের যেভাবে কর আরোপ করবে, আমরাও তাদের ওপর একইভাবে কর আরোপ করব। যদি তারা বাণিজ্যিক বাধা সৃষ্টি করে, আমরা একই পদক্ষেপ নেব।বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নতুন শুল্ক নীতি ভারতের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ ভারত মার্কিন আমদানি পণ্যের ওপর গড়ে তুলনামূলকভাবে বেশি শুল্ক আরোপ করে। বিশেষ করে, আমেরিকান গাড়ির ওপর ভারতের ১০০% শুল্ক হার ট্রাম্পের বক্তব্যে অন্যতম প্রধান উদ্বেগের বিষয় হিসেবে উঠে এসেছে।এই নতুন শুল্ক নীতির ফলে যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্য সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।